Aashona Keno Basho Na Lyrics - আসোনা কেনো বাসোনা - Arijit Singh

 Asona Ken Basho Na Song 2 গানের ছেলে অরিজিৎ সিং এবং বার্বাড বাংলা সিনেমার প্রশমিতা পাল। অভিনীত: বনি সেনগুপ্ত এবং ঋত্বিকা সেন। সঙ্গীত রচনা করেছেন অরিন্দম এবং অশোনা বাংলায় গান লিখেছেন প্রসেন।

 
Song : Aashona Keno Basho Na
Film Name : Borbaad (2014)
Singers : Arijit Singh And Prashmita Paul
Lyrics : Prasen

আসোনা কেনো বাসোনা by Arijit Singh :

বলছি তোমার দিব্যি গেলে
আমি বড় শান্ত ছেলে,
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে।

পড়ে গেছি ইশকেতে
আছি বড় রিস্কেতে,
খালিপিলি মিস্ করে যাই
একটু যদি মিশতো সে।


রাগারাগি কম করে
মনটা নরম করে,
এসএমএস-এ হলেও যদি
বলত আমায় সে...

আসো না কেনো বাসো না
ভালো লাগে না যে আমার...
ও.. ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার।


বলো ঝাঁপ দেবে কি
গভীর জলে,
এক্ষুনি দাও, জয় মা বলে
না না বাবা দরকার নেই থাক।

এ যে চেষ্টা তোমার
বড্ড বেশি,
ভীষণ কাঁচা, মনটা দেশী
গরুর মুখে শুনছি ঘোড়ার ডাক।


মম.. জমে গেছি ইশকেতে
ভাল এই রিস্কেতে,
রোজরোজ মিস্ করে যাই
একটু যদি মিশতো সে,

ভুল করে তাকালে
চেনা চোখে বাঁকালে,
দূরে দূরে থেকেও
আমি থাকছি কাছে খুব..


আসোনা কেনো বাসোনা
ভালো লাগে না যে আমার,
ওও.. ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার।

জানি মনটা তোমার
মানছে নাকো,
মেজাজ কেনো, মাসল দেখো
মুখেই খালি ছোটাও কথার রেল।


কত মাইনে তোমার
সবটা দেবো,
হাতখরচা, অল্প নেবো
বুদ্ধি তোমার করেছে ব্রেকফেল..

মম.. পড়ে গেছি ইশকেতে
আছি বড় রিস্কেতে,
খালিপিলি মিস্ করে যায়
একটু যদি মিশতো সে,


রাগারাগি কম করে
মনটা নরম করে,
এসএমএস-এ হলেও যদি
বলত আমায় সে...

আসো না কেনো বাসো না
ভালো লাগে না যে আমার,
ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার।


Pore gechi ishq-e te
Ami boro rishkete,
Khalipili miss more jai
Ektu jodi mishto she.

Ragaragi kom kore
Mon ta norom kore,
Sms-e holeo jodi bolto amay she
Ashona keno bashona.

Valo lage na je amar
Khoti ki bolo korechi,
Follow tomake du ekbaar
Post a Comment (0)
Previous Post Next Post