বোঝেনা সে বোঝেনা গানটি বোঝেনা সে বোঝেনা বাংলা সিনেমার অরিজিৎ সিং গেয়েছেন। বাংলা গানের কথা লিখেছেন প্রসেন। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
Movie Name: Bojhena Shey Bojhena
Singer: Arijit Singh
Music Composer: Indraadip Dasgupta
Director: Raj Chakraborty
Bojhena Se Bojhena Lyrics In Bengali :
বড় ইচ্ছে করছে ডাকতে,তার গন্ধে মেখে থাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়।
তাকে আটকে রাখার চেষ্টা,
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
বোঝেনা, সে বোঝেনা,
বোঝেনা, সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ...
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে,
তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়।
সব স্বপ্ন সত্যি হয় কার,
তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায়।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা।
আজ সব সত্যি মিথ্যে,
দিন বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়।
জানি স্বপ্ন সত্যি হয় না,
তবু মন মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায়।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ...
এটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে।
জানি আবার আসবে কালকে,
নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ...
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ...
~সমাপ্ত~
Bojhena Se Bojhena Lyrics - Arijit Singh :
Boro icche korche daakteTar gondhey mekhe thakte
Keno sondhey sondhey naamle se palay.
Take aatke rakhar chesta
aro bariye dicche teshta
Ami dariye dekchi seshta janlaay.
Bojhena se bojhena,
Bojhena se bojhe na
Bojhena Shey Bojhena ...
Bojhena She Bojhena
Bojhena, bojhena, bojhena
Paaye shpno shopno logney.
Tar onno onno daaknam
Take nitto-notun jotney ke sajay
Sob swopno sotti hoy kar.
Tobu dekhte dekhte kaatchi
ar haatchi jedike amar duchokh jaay
Eta golpo holeo parto
Pata ekta-aadhta portam.
Khub lukiye banchiye rakhtam take
Jani abar asbe kalke niye palki palki bhabna
Pher chole jabe kore ekla amake.