কিছু কিছু কথা গানটি লোরাই সিনেমার। কিছু কিছু কথা গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানের কথা লিখেছেন প্রসেন। কিছু কিছু কথা লিরিক্স।
Movie: Lorai
Song: kichu kichu katha
Singer: Arijit Singh & Kaushiki
Composer: Indradip Dasgupta.
Kichu kichu kotha Lyrics in Bengali:
কিছু কিছু কথা বসে আছে ভিজেমিছি মিছি ব্যথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে ।
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বয়তে গিয়েও
দেখায় অভিমান, অভিমান।
আকাশ যখন ফিরতি পথের মন খারাপের সুর
বাতাস তখন নীরব চিঠি
পাঠায় বহুদূর, বহুদূর ।
কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে
ডাকনাম গুলো ভীষনই ছোঁয়াচে,
মরে যাওয়া জমি ভিজে গেলে জলে
চারাগাছ গুলো কত কি যে বলে ।
তোমার এমনি আসা এমনি যাওয়া,
এমনি হাজার ছল সাজিয়েছো যেন ।
তোমার এমনি খেলা খেয়াল খুশি
করছে কোলাহল থামেনি এখনো ।
চুপিচুপি দেওয়াল জুড়ে আঁকছি কত
মনকে মনের খাতা চুপিচুপি জানতে পেলাম
নিরুদ্দেশে মায়ের চাদর পাতা ।।
~সমাপ্ত~
Kichu Kichu Kotha Lyrics in English:
Kichu kichu kotha bose ache bhijemichi michi byatha hoy nije nije,
jhore jawa paata jure bose dale
meghe meghe kotha shone se arale.
aakash jokhon gaibe bole badoler e gaan
batash tokhon boyte giyeo
dekhai abhiman, abhiman.
aakash jokhon firti pather mon kharaper sur
batash tokhon nirob chiti
pathai bohudur, bohudur.
kichu kichu dhulo jome ache kanche
daak naam gulo bhison e chowache.
more jawa jomi bhije gele jole
chara gach gulo koto ki je bole
tomar emni asha emni jawa
emni hajar chol sajiyecho jeno…
tomar emni khela kheyal khusi
korche kolahol thameni ekhono….