পরের জায়গা পরের জমিন লিরিক্স :
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী,
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী,
আমি পাইনা জমিদারের দেখা
পাইনা জমিদারের দেখা
আমি পাইনা জমিদারের দেখা,
মনের দুঃখ কারে কই
আমি মনের দুঃখ কারে কই।
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।
জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া
আমি চলি যে তার মন জোগাইয়া,
দাখিলায় মেলে না সই
তবু দাখিলায় মেলে না সই।
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।
~সমাপ্ত~
Porer Jayga Porer Jomin Song Lyrics In English:
Porer Jaiga Porer Jomin
Ghor baniya ami roi
Ami toh sei ghorer malik noi
Sei ghorkhana jar jomidari.
Ghor baniya ami roi
Ami toh sei ghorer malik noi
Sei ghorkhana jar jomidari.
Ami paina tahar hukumjari
Ami paina jomidarer dekha
Moner dukkho kare koi
Ami to sei ghorer malik noi.
Jomidarer icchemoto dei na jomi chash
Taito fosol fole na re
Dukkho baromash
Ami khajnapati sobi dilam
Tobu jomin amar hoy je nilam
Ami choli je tar mon jogaiya.
Dakhilay mele na soi
Porer Jaga Porer Jomin
Ghor bania ami roi
Ami to shei ghorer malik noi.