সোব লোকে কোয় লালন কি জাত লিরিক্স লালন গীতি গানটি গেয়েছেন আরতি মুখার্জি। মিউজিক কম্পোজ করেছেন এবং সব লোককে লালন কি জাত গানের কথা লিখেছেন ফকির লালন শাহ।
Song Name : Sob Loke Koy Lalon Ki JaatLyrics And Composition : Fakir Lalon ShahSinger : Aarti Mukherji
সব লোকে কয় লালন কী জাত সংসারে - Lalon Geeti :
সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন বলে জাতের কী রূপ
লালন বলে জাতের কী রূপ
দেখলাম না এই নজরে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
কেউ মালা কেউ তসবী গলে
তাইতো রে জাত ভিন্ন বলে,
কেউ মালা কেউ তসবী গলে
তাইতো রে জাত ভিন্ন বলে,
যাওয়া কিম্বা আসার বেলায়
যাওয়া কিম্বা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান,
সুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান,
বামণ চিনি পৈতে প্রমাণ
বামণ চিনি পৈতে প্রমাণ
বামণি চিনি কি প্রকারে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
জগত্ বেড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা তথা,
জগত্ বেড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা তথা,
লালন বলে জাতের ফতনা
লালন বলে জাতের ফতনা
ডুবিছে সাধ বাজারে ...
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
লালন বলে জাতের কী রূপ
লালন বলে জাতের কী রূপ
দেখলাম না এই নজরে ..
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
~সমাপ্ত~
Sob Loke Koy Lalon Ki Jaat Lyrics - Folk Song
Sob loke koy lalon ki jaat songsare
Lalon bole jaater ki roop
Dekhlam na ei nojore
Sob loke koy lalon ki jaat sonsare.
Keu mala keu tosbi goley
Taito re jaat bhinno bole
jaowa kimba ashar belay
Jaater chinho roy kaare
Sunnat dile hoy musolman
Narir tobe ki hoy bidhan
Bamon chini poite proman
Bamni chini ki prokare
Jogot bere jaater kotha
Loke golpo kore jotha totha
Lalon bole jaater fotna
Dubiche sadh bajare
Sab loke koy lalon ki jaat songsare