Bibhajon Lyrics - বিভাজন লিরিক্স - Rupam Islam

বিভজন গানটি গেয়েছেন রূপম ইসলাম। বাংলায় সঙ্গীত রচনা ও বিভাজন গানের কথা লিখেছেন রূপম ইসলাম।


Song : Bibhajon
Lyric & Vocals : Rupam Islam
Composition : Rupam Islam

বিভাজন লিরিক্স - রূপম ইসলাম :

বোধহয় কেউ ভাবেনি কখনও
ভাবনার‌ও হয়েছে বয়েস,
বোধহয় কেউ খেয়াল করেনি
কেটে গেছে চিন্তার রেশ।

বিভাজন খবর দিয়েছে
কিছুই থাকেনি অবশেষ,
বিভাজিত ভাবনারা ভাবে
কবে এই ভাবনার শেষ।

এই মহানগরী‌ও ভাবে
ভাবে এই পরাধীন দেশ,
স্বপ্নের শুরু কোনখানে
কোথায় সে স্বপ্নের শেষ।

স্বপ্নের মূল্য কি জানে
স্বপ্ন যে দেখতে শেখায়,
স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও
তাকে যেন খুঁজে পাওয়া যায়,
পাওয়া যায়।

বোধহয় কেউ চেনেনি কখনও
চেনা চেনা মানুষের মন,
মুখোশটা আড়াল করেছে
আড়ালেই কেটেছে জীবন।

বিভাজন হঠাৎ এসেছে
বদলে দিয়েছে পরিবেশ,
বিভাজিত ভাবনারা ভাবে
কবে পরিবর্তন হবে শেষ,
হবে শেষ।

~সমাপ্ত~
Bibhajon Lyrics - বিভাজন লিরিক্স - Rupam Islam

Bibhajon Song Lyrics In English :

Bodhoy keu bhabeni kokhono
Vabnar o hoyeche boyes
Bodhoy keu kheyal koreni
Kete geche chintar resh.

Bobhajon khobor diyeche
Kichui thakeni oboshesh
Bibhajito bhabnara bhabe
Kobe ei bhabnar shesh.

Post a Comment (0)
Previous Post Next Post