চিরকুট টিভি থেকে কেনো জে গানটি গেয়েছেন অটোর মুখার্জি। সঙ্গীত পরিচালনা করেছেন প্রমেয়া ও দেবায়ন ব্যানার্জি। Keno Je Jhoro Hawa Moddhorate Boye Jay বাংলায় গানের কথা লিখেছেন প্রমেয়া।
Song : Keno JeSinger : Ator MukherjeeLyrics : Prameya
কেন যে লিরিক্স - আতর মুখার্জী :
কেন যে ঝোড়ো হওয়া মধ্যরাতে বয়ে যায়
কেন যে নোনাজলে শিলালিপি ক্ষয়ে যায়,
কেন যে আগে হেঁটে ফিরে আসি তিন ফুট
কেন যে বুকপকেটে আজও রাখি চিরকুট।
কেন যে ভাসতে গিয়ে বানভাসি সবই
কেন যে ঘুরছি নিয়ে তোমারই ছবি,
কেন যে ভেবে ভেবে ভুল জবাবই,
ধ্যাত।
এখানে সময় ভুলে যায়
ভালবাসা ক্রমশ বিকেল দলছুট,
এখানে সবাই হাসে গায়
হারিয়ে যায়, খুঁজে ফেরে অচেনা রুট।
থাক সে কটা দিন
জানি ফেরা কঠিন,
কিছুটা ব্যথা ছুঁয়ে দিলে সারে,
কিছুটা ছুঁলে বেড়ে যায়।
কেন যে মেঘে মায়াজাল বোনা ছাড়ি না
কেন যে ডানা মেলে ছুঁয়ে দিতে পারি না,
কেন যে ঘুরেফিরে নিয়েছি তবু পিছুই
কেন যে ভেবে ভেবে বলা হলো না কিছুই।
কেন যে ভাসতে গিয়ে বানভাসি সবই
কেন যে ঘুরছি নিয়ে তোমারই ছবি,
কেন যে ঘুরে ফিরে ভুল জবাবই,
ধ্যাত।
এখানে সময় ভুলে যায়
ভালবাসা ক্রমশ বিকেল দলছুট,
এখানে সবাই হাসে গায়
হারিয়ে যায়, খুঁজে ফেরে অচেনা রুট।
~সমাপ্ত~
Keno Je Song Lyrics In English:
Keno je jhoro hawa moddhoraate boye jaay
Keno je nona jole shilalipi khoye jay
Keno je agey hete phire ashi tin foot
Keno je buk pocket e aajo rakhi chirkut
💥BENGALI LOVE LYRICS💥
Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society
Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) Arijit Singh | Kaushiki | Lorai
Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh
Keno Roder Moto Hasle Na Lyrics - কেন রোদের মতো হাসলে না - Mekhla Das Gupta
Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh