Chander Gaye Chand Legeche - চাঁদের গায়ে চাঁদ লেগেছে - Lalon geeti

চান্দের গায়ে চাঁদ লেগেছে গানের কথা:
চান্দের গায়ে চাঁদ লেগেছে গানটি গেয়েছেন তিমির বিশ্বাস ইতোরপোনা বাংলা অ্যালবামের। এই একই লোকগান গেয়েছেন গোস্থ গোপাল দাস, পূর্ণ দাস বাউল, কৃষ্ণ দাস।


Song : Chander Gaye Chand Legeche
Album Name : Itorpona (2014)
Sung By : Timir Biswas

চাঁদের গায়ে চাঁদ লেগেছে - Lalon geeti :

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,
আমরা ভেবে করব কি?
ঝিয়ের পেটে মায়ের জন্ম,
তাদের তোমরা বলবে কি?

ছয় মাসের এক কন্যা ছিল,
নয় মাসে তার গর্ভ হল,
আবার এগার মাসে তিনটি সন্তান,
এগার মাসে তিনটি সন্তান,

কোনটা কোরবে ফকিরি।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে,
আমরা ভেবে করব কি?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে।

ঘর আছে তার দুয়ার নাই,
লোক আছে তার বাক্য নাই গো,
হায় হায় লোক আছে তার বাক্য নাই গো।
আবার কে বা তাহার আহার যোগায়,

কে বা তাহার আহার যোগায়,
কে দেয় সন্ধ্যাবাতি।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে,
আমরা ভেবে করব কি?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে।

লালন ফকির ভেবে বলে,
ছেলে মোর মাকে চুলে গো,
হায় হায় ছেলে মোর মাকে চুলে গো।
আবার এই তিন কথার অর্থ নইলে,
এই তিন কথার অর্থ নইলে
তার হবেনা ফকিরি।

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,
আমরা ভেবে করব কি?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে।

~সমাপ্ত~

Chander Gaye Chand Legeche - চাঁদের গায়ে চাঁদ লেগেছে - Lalon geeti

Chander Gaye Chand Legeche Lyrics In English :

Chander gaye chand legeche
Amra bhebe korbo ki
Chader gaye chad legeche
Jhi er pete maa er jonmo

Tare tomra bolbe ki
Chander gaye chand legeche
Amra vebe korbo ki
Choy masher ek konna chilo
Noy mashe tar gorbho holo

Abar egaro mashe tinti sontan
Konta korbe fokiri
Ghor ache tar duyar nai
Lok ache tar bakko nai go

Abar ke tahare ahar jogay
Ke dey go sondhya-baati
Fokir lalon bhebe bole
Chele more maake chule go

Abar ei koy kothar ortho noile
Tar hobena fokiri 
Post a Comment (0)
Previous Post Next Post