Chupi Chupi Raat Jay Re Chole - চুপি চুপি রাত যায়রে চলে লিরিক্স - Arijit Singh

মিসেস সেন থেকে চুপি চুপি রাত জে রে চোলে গানের কথা:
গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং রূপঙ্কর বাগচি। ফিচারিং: ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রোহিত রায়।


Movie - Mr.s Sen
Song - Chupi Chupi Raat Jay Re Chole
Singer - Arijit Singh & Rupankar Bagchi
Music - Indradeep Dasgupta

চুপি চুপি রাত যায়রে চলে লিরিক্স - Arijit Singh :

চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না (x2)
তারাদের সাথে তারা গুনি,
শূন্যের বুকে স্বপ্ন বুনি,
ওগো চাঁদ ছেড়ে যেওনা ..

রাতের এ আড়ালে, চোখে ভিজে গেলে
জানবে না কেউ, লজ্জা পেলে
মন মরে ভালবাসা মরে না
গত কাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেওনা ..

ও.. চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বোলে
আজ বুঝি আর ঘুম আসবে না।

হাতের আঙুলে, ঠোঁটে আর গালে
লেগে আছ তুমি, ভুলি কোন ভুলে (x2)
জানি আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে,
আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
ওগো চাঁদ ছেড়ে যেওনা।

চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
তারাদের সাথে তারা গুনি
শূন্যের মাঝে স্বপ্ন বুনি
ওগো চাঁদ ছেড়ে যেওনা।
যেওনা.. যেওনা।

~সমাপ্ত~

Chupi Chupi Raat Jay Re Chole - চুপি চুপি রাত যায়রে চলে লিরিক্স - Arijit Singh

Chupi Chupi Raat Jay Re Chole Lyrics In English :

Chupi chupi rat jaay re chole
Ki jani ki jay se bole
Aaj bujhi aar ghum ashbena
Raater arale chokh vije gele
Janbe na keu lojja pele

Mon more valobasha more na
Gotokal pichu daka chare na
Mon more Bhalobasha more na
Gotokaal pichu daka chare na
Ogo chaad chere jeyo na

Haater angule thonte ar gale
Lege acho tumi bhuli kon bhule
Jani ashbena ghum ei raate
Mon diyechi tai hawate
Ogo chand chere jeyo na

Post a Comment (0)
Previous Post Next Post