Dariye Acho Tumi Amar Lyrics - দাঁড়িয়ে আছো তুমি আমার - Rabindra Sangeet

 দড়িয়ে আছো তুমি আমার রবীন্দ্রসঙ্গীত গানটি গেয়েছেন সুভমিতা ব্যানার্জী। দারিয়ে আছো তুমি আমার গানের ওপারে বাংলা গানের কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্টুডিও ভাইব্রেশনে গৌতম বসু দ্বারা রেকর্ড করা, মিশ্রিত এবং আয়ত্ত করা গান।


Song : Dariye Acho Tumi Amar
Singer : Raj Barman
Lyrics : Rabindra nath Tagore 
Label :          ------

দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে লিরিক্স :

দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।

বাতাস বহে মরি মরি,
আর বেঁধে রেখো না তরী।
এসো এসো পার হয়ে মোর
হৃদয়- মাঝারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।

তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।

কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি।
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।

~সমাপ্ত~




Dariye Acho Tumi Amar Song Lyrics In English :

Dariye acho tumi amar gaaner opare
Amar sur guli paay choron
Ami pai ney tomare
Danriye acho tumi amar ganer opare

Batas bohe mori mori
Aar bedhe rekho na tori
Esho esho paar hoye mor hridoy majhare
Tomar sathe ganer khela durer khela je

Bedonate bashi bajay sokol bela je
   
  

💥BENGALI LOVE LYRICS💥

Post a Comment (0)
Previous Post Next Post