Kolkata Lyrics - Anupam Roy

Kolkata Song Is Sung by Anupam Roy And Shreya Ghoshal From Praktan Bengali Movie. Starring: Rituparna Sengupta And Prosenjit Chatterjee. Kolkata Tumio Hete Dekho Kolkata Lyrics In Bengali Written by Anupam Roy.


Song : Kolkata
Movie : Praktan
Singer : Anupam Roy & Shreya Ghoshal
Music & Lyrics : Anupam Roy
Label : Amara Muzik Bengali

কলকাতা লিরিক্স - অনুপম রায়, শ্রেয়া ঘোষাল :

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম,
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট।

কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

ঘুম ভাঙে এসপ্ল্যানেড
খোলা ভাঙে চীনেবাদাম,
চেনা কোনো ঘাসের দাগ
শুয়ে থাকা কি আরাম।

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম,
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট।

কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

খুঁজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি,
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি।

কেন এ অসম্ভবে
ডেকে আনো আমাকে,
ছুঁয়ে থাকে হাতটাকে
কবিতার ছাদ টাকে।
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।


~সমাপ্ত~

Kolkata Lyrics - Anupam Roy

Kolkata Song Lyrics In Bengali :

Sohor jure jeno premer morshum
Alote makha-makhi amar e green room
Kokhono neme ashe ochena Parachute
Tomake bhalobeshe amar chirkut.

Kolkata tumio hete dekho kolkata
Tumio bhebe dekho kolkata
Tumio hente dekho kolkata
Tumio vebe dekho jabe kina jabe
amar sathe.

Ghum bhange S-Planet
Khola bhange chine-badam
Chena kono ghaser daag
Shuye thaka ki aaram.

Khuje Dite Na Parle Aari
Amar Byomkesh Bakshir Bari
Tobei tomar kotha kolkata kolkata
Shob kichu mene nite paari.

💥BENGALI LOVE LYRICS💥

Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society

Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) Arijit Singh | Kaushiki | Lorai

Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh

Keno Roder Moto Hasle Na Lyrics - কেন রোদের মতো হাসলে না - Mekhla Das Gupta

Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh

Post a Comment (0)
Previous Post Next Post