দুবে দুবে গানটি গেয়েছেন তানজিব সরোয়ার বাংলা গান। অভিনয়ে: তানজিব সরোয়ার, সামন্তি শৌমি, সৌরভ অভি, মুক্তা ও মুকুল জামিল। সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার এবং বাংলায় দুবে দুবে ভালোবাসার কথা লিখেছেন তানজিব সরোয়ার।
Song : Dube DubeVocal, Tune & Lyrics : Tanjib SarowarMusic : Sajid SarkarLabel : Dhruba Music Station
ডুবে ডুবে লিরিক্স - তানজীব সারওয়ার :
তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত।
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত...
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
~সমাপ্ত~
Dube Dube Song Lyrics In Bengali :
Tumi na dakle asbo na
Kache na eshe valo vasbo na
Durotto ki bhalobasha baray
Naki chole jaowar bahana banay
Durer akash neel theke laal
Golpota purono
Dube dube bhalobashi
Tumi na bashleo ami bashi
Dube dube valobasi
Tumi na basleo ami basi
💥BENGALI LOVE LYRICS💥
Tumi Ashe Paashe - তুমি আশে পাশে থাকলে -Monali Thakur
Olper Porichoy Lyrics - অল্পের পরিচয় - Debayan Banerjee
Beche Thakar Gaan Lyrics - বেঁচে থাকার গান- Rupam Islam
Amake Nao Lyrics - আমাকে নাও - Debayan Banerjee - Srikanto
Aashona Keno Basho Na Lyrics - আসোনা কেনো বাসোনা - Arijit Singh