মা গানটি গোত্রো বাংলা সিনেমার অরিজিৎ সিং গেয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। অভিনয়ে: নাইজেল আক্কারা, মানালি দে এবং অনাশুয়া মজুমদার। পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এই মা দিবসের বিশেষ বাংলা গানটি লিখেছেন অনিন্দ্য চ্যাটার্জি।
Song : MaaMovie : GotroSinger : Arijit SinghComposer : Anindya Chattopadhyay
মা লিরিক্স - অরিজিৎ সিং - গোত্র :
তুমি নরম ফুলের গান,
তুমি গরম ভাতের ভাপ,
তুমি অভিমানের চুপ,
তুমি কান্না জমা মোম।
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।
নেই কোনো মাটির ঘরের কোন
গোধূলির শাঁকের আওয়াজ,
কাজল'লতার আলো টিপ
চাদর বিছিয়ে দেওয়া ভোর।
আমি ভালোবাসায় তোমায় মুড়ে, রাখি মা।
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।
~সমাপ্ত~
Maa Song Lyrics In English by Arijit Singh :
Tumi norom phool er gaan
Tumi gorom vaat er bhaap
Tumi obhimaner chup
Tumi kanna joma moom
Ami tomar chayay chayay thaki maa
Ami tomar chokher taray banchi maa
Ami tomar mayay mayay thaki maa
Ami tomay haway abar daki maa
Ami tomay valobashay mure rakhi maa