Shohoj Manush Song Lyrics - সহজ মানুষ - লালন গীতি

সহজ মানুষ লিরিক্স বাংলা ফোক গান:

Shohoj Manush বাংলা ফোক গান গেয়েছেন ফোক ডায়েরিজ ব্যান্ডের অর্কদীপ মিশ্র। এই একই বাংলা ঐতিহ্যবাহী লালন গীতি গানটি রিকল ব্যান্ড, ফকিরা ব্যান্ড, বিউটি, নন্টা বিস্কুট ব্যান্ড এবং অনেক বিভিন্ন শিল্পী তাদের নিজস্ব উপায়ে গেয়েছেন। লালন ফকিরের লেখা বাংলায় সহজ মানুষ গানের কথা।


Song : Shohoj Manush
Lyrics & Composition : Lalon Fakir
Vocal : Arkadeep Mishra
Recreated by : The Folk Diaryz

সহজ মানুষ লিরিক্স - ফোক গান :

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি,
পাবিরে অমূল্য নিধি বর্তমানে,

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু পাবে খাঁটি,
ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু পাবে খাঁটি,

মরিলে সব হবে মাটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে
ত্বরায় এই ভেদ লও জেনে,

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।

শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না,
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না,

বাকির লোভে নগদ পাওনা
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে
কে ছাড়ে এই ভুবনে,

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।

সালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা,
সালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা,

বিশ্বাসীদের দেখাশুনা
লালন কয় এই ভুবনে
লালন কয় এই ভুবনে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।


~সমাপ্ত~

Shohoj Manush Song Lyrics In English :

Shohoj manush 
bhoje dekhnare mon dibbyogyan e
Pabire omullo nishi bortomane
Shohoj manush ami 

bhoje dekhnare mon divyagyan e
Bhojo manusher choron duti
Nittyo bostu pabe khati
Morile sob hobe mati

Twaray ei bhed lou jene
Shuni mole pabo behestkhana
Taa shune toh mon maane na
Bakir lobhe nogod paowa

Ke chaare ei bhubone
Salatul merajul momenina
Jante hoy namajer bena
Bishwashider dekhashuna

Lalon koy ei bhubone
Sohoj manush 
bhoje dekhnare mon dibyagyan


Porer Jayga Porer Jomin Song Lyrics (পরের জায়গা পরের জমিন)
Amar Haat Bandhibi(আমার হাত বান্ধিবি)Bengali Flok 
Ore Nil Doriya Lyrics - ওরে নীল দরিয়া - Bengali Flok Lyrics
Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh
Ami Opar Hoye Bose Achi Lyrics - আমি অপার হয়ে - Lalon Geeti
Bondhu Kajol Bhromora Re Lyrics - কাজল ভ্রমরা রে - Bangla Folk Song
Bondhe Maya Lagaiche Lyrics - বন্দে মায়া লাগাইছে - Shah Abdul Karim

Post a Comment (0)
Previous Post Next Post