একটি গান যা আপনার হৃদয় এবং আত্মায় প্রতিধ্বনিত হবে।অনুপম রায়ের লেখা ও সুর করা এবং পালোমা মজুমদারের গাওয়া লোকখিতি ইতিমধ্যেই একটি অদম্য ছাপ ফেলেছে আমাদের মনে।
Film: Drishtikone
Song: Lokkhiti
Singer: Paloma Majumder
Lyrics & Music: Anupam Roy
আমি কি তোমায় খুব বিরক্ত করছি লিরিক্স অনুপম রায় :
আমি কি তোমায় খুব বিরক্ত করছিবলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোণায়।
তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না ঐ ঠিকানায়
আমারও তো মন ভাঙে
চোখে জল আসে।
আর অভিমান আমারও তো হয়
অভিমান আমারও তো হয়
যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি এই খুলে রাখা কানের দুল।
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে
এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব।
তোমাকেই ছুঁতে পারে না
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না
এত কথা বলি।
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না
এত কথা বলি।
পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকেই ছুঁতে পারে না
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না ।
তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই
আমারও তো মনে হয়
মাঝে মাঝে ছুঁয়ে দেখি।
সুযোগ টা পাচ্ছি কই
আমি সুযোগ টা পাচ্ছি কই
যদি মুঠো ভরা শিউলি ফুল
যদি খুলে রাখা কানের দুল।
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে।
আমি কি তোমায় খুব বিরক্ত করছি...
~সমাপ্তি~
🌹আরও পড়ুন👇
Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society
Amake Amar Moto Thakte Dao Lyrics,আমাকে আমার মতো - Anupam Roy
Olper Porichoy Lyrics - অল্পের পরিচয় - Debayan Banerjee
Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh
Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh
🌹আরও পড়ুন👆
Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics in English :
Ami Ki Tomay Khub Birokto korchiBole dite paro ta amai.
Hoytoh amar kono proyojon nei,
Ami lege thaki ekta konai.
Tumi bole dite paro ta amay
Chithi likhbo na oi thikanai.
Chokhe jol asey
Arr Obhiman amaro toh hoy.
Amar oh toh mon bhange ...