Beche Thakar Gaan Lyrics - বেঁচে থাকার গান- Rupam Islam


প্রতিদিনের জীবনে যখন আমরা একটু একটু করে হারিয়ে যাই, তখন বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া যায় কবিতার খাতায়, যেমন "অটোগ্রাফ" ছবি থেকে "বেঁচে থাকার গান"-এ।

Song : Benche Thakar Gaan
Album : Durbine Chokh Rakhbo Na
Vocal : Rupam Islam
Music & Lyrics : Anupam Roy

বেঁচে থাকার গান লিরিক্স - Rupam Islam :

যদি ফেলে দিতে বলে 
ঘোলা জলে গোলা তুলি
জেনো আমি কুড়িয়ে নেব তা,

যদি খুলে নিতে বলে 
দু পায়ে বাঁধা ঘুঙ্গুর
জেনো আমি খুলতে দেব না।

আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ,

আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ।

আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে,
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।

এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেব না।
যদি থেমে যেতে বলে, পিয়ানো, বাঁশি, গিটার
জেনো আমি থামতে দেব না।


Jodi khule nite bole
du paaye baadha ghungur
Jeno ami khulte debo na.

Ar ami ami jani jani
Chorabali kato khani
Gileche amader roj,

Aar ami ami jani jani
Proti raate hoyrani
Harano shobder khoj,

Ar ebvabei norom balishe
Tomar oi chokher nalishe
Benche thak raat porider snan
Thonte niye benche thakar gaan.

Ar evabei mukher chadore
Porichito haater adore
Sukhe thak raat porider snaan
Thote niye bachiye rakhar gaan.

Jodi kere nite bole 
kabita thasa khata
jeno kere nite debone

Jodi theme jete bole
piano banshi guitar
Jeno ami thamte debo na.
Post a Comment (0)
Previous Post Next Post