আমার ওঙ্গে ওঙ্গে কে বাংলায় গান। আমার আঙ্গে আঙ্গে কে বাজে বাশি বাংলা গানের কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, সাহানা বাজপেয়ী, শর্মিষ্ঠা পল, স্বাগতলক্ষ্মী দাশগুপ্তা।
Song Name: Amar Onge Onge Ke Bajay Banshi (আমার অঙ্গে অঙ্গে কে)Lyrics : Rabindranath Tagore
Amar Onge Onge Ke Lyrics In Bengali :
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়,
বাজায় বাঁশি।
আমার অঙ্গে অঙ্গে কে,
আনন্দে বিষাদে মন উদাসী।
কে বাজায়, বাজায় বাঁশি।
আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।
পুষ্পবিকাশেরও রে,
দেহ মন উঠে পূরে
পুষ্পবিকাশেরও সুরে,
দেহ মন উঠে পূরে
কী মাধুরী সুগন্ধ,
বাতাসে যায় ভাসি।
কে বাজায়, বাজায় বাঁশি।
আমার অঙ্গে অঙ্গে কে।
সহসা মনে জাগে আশা,
মোর আহুতি পেয়েছে অগ্নিরও ভাষা।
আজ মম রূপে বেশে,
লিপি লিখি কার উদ্দেশ্যে
আজ মম রূপে বেশে,
লিপি লিখি কার উদ্দেশ্যে
এল মর্মেরও বন্দিনী বাণী বন্ধন নাশি।
কে বাজায়, বাজায় বাঁশি।
আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।
~সমাপ্ত~
Amar Ange Ange Ke Lyrics In English :
Aamar ange ange ke bajay bashi
Aanonde bisadhe mon udashi
Puspobikasher sure
Deho mon uthe pure.
Ki madhuri sughandho
Baatase jaay bhaasi
Sohosa mone jage asha
Mor aahuti payeche agnir bhasha.
Aaj momo rupe bese
Lipi likhi kaar uddeshe
Elo mormero bondini
baani bondhon nashi
💥BENGALI LOVE LYRICS💥
Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society
Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) Arijit Singh | Kaushiki | Lorai
Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh
Keno Roder Moto Hasle Na Lyrics - কেন রোদের মতো হাসলে না - Mekhla Das Gupta
Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh