এশো হে বৈশাখ শুভ নববর্ষ গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নববর্ষ বা পহেলা বৈশাখ হল বাংলা নববর্ষ উদযাপন। শুভ নববর্ষ পহেলা বৈশাখের দিন। এটি বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। এটি সমস্ত বাঙালি জনগণ এবং বাঙালি সম্প্রদায়ের উদযাপন। এসো সে বৈশাখ বাংলায় গানের কথা।
Song : Esho Hey BoishakhLyricist : Rabindranath Tagore
এসো হে বৈশাখ লিরিক্স - শুভ নববর্ষ গান :
এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।
যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,
যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা,
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা,
রসেরো আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো..
~সমাপ্ত~
Esho Hey Boishakh Song Lyrics In English :
Esho Hey Boishakh Esho Esho
Taposho-niswasobaye
mumurshure dao uraye
Botshorer aborjona dur hoye jaak
Jaak jaak esho esho
Eso Hey Boishakh Eso Eso
Jaak puratono smriti
Jaak bhule jawa geeti
Jaak ashru-bashpo sudurey milak
Muche jaak glani ghuche jaak jora
Agni-snane suchi hok dhora
Roshero abesho-rashi
Sushko kori dao aashi
Aano aano aano tobo
Proloyero saakh aano
Mayar kujhhoti-jaal jaak dure jaak
💥BENGALI LOVE LYRICS💥
Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society
Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) Arijit Singh | Kaushiki | Lorai
Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh
Keno Roder Moto Hasle Na Lyrics - কেন রোদের মতো হাসলে না - Mekhla Das Gupta
Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh