Keu Jaane Naa Song Lyrics - কেউ জানে না লিরিক্স - Arijit Singh

জিৎ ও লহমা ভট্টাচার্য্য অভিনীত রাবণ বাংলা সিনেমার গান কেউ জানে না গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটির সুর দিয়েছেন স্যাভি ও গানটির লিরিক্স লিখেছেন প্রসেন।


Song : Keu Jaane Naa
Singer : Arijit Singh
Lyrics : Prosen
Label : Grassroot Entertainment

কেউ জানে না লিরিক্স - অরিজিৎ সিং :

পাগল হয়ে আছি, তোরই কারণ 
সাথে করে এনেছি, নে এই মন,
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়। 

তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 

তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।। 

সত্যি করে বল, তোর কি মনে হয় 
মনের কোলাহল কেউ কারো নয়,
ব্যস্ত আছে খুব বুকের চলাচল 
মায়াবী লাগে সব রুপোলি এ সময়। 

তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 

তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।

একলা ছিল মন ধূসর এতো দিন 
এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর 
বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন। 

তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 

তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।

~সমাপ্ত~


Keu Jaane Naa Song Lyrics In English :

Pagol hoye achi tori karon
Sathe kore enechi ney ei mon
Tor hasir chhol tor chuler dol
Amake kere ney.

Tor chokher jhil jani
Perono mushkil mani
Taao parina je egiye giyeche
Amari duti paa.

Toke ekar dekhar lukiye ki moja
Se toh ami chara keu jane na
Toke chaowar paowar noy re soja
Se toh ami chara keu jane na.


💥BENGALI LOVE LYRICS💥

Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society

Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) Arijit Singh | Kaushiki | Lorai

Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh

Keno Roder Moto Hasle Na Lyrics - কেন রোদের মতো হাসলে না - Mekhla Das Gupta

Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh

Post a Comment (0)
Previous Post Next Post