Aami Tomaay Bhalobashi Lyrics - আমি তোমায় ভালোবাসি - Rupam Islam

আমি তোমার ভালোবাসার রূপম ইসলামের সংগীত আয়োজন, সুগত রায় পালোধির গিটার এবং বেস ভিডিওটি রূপশা দাশগুপ্তের ধারণা এবং সম্পাদনা করেছেন।


Song Name: Ami Tomay Bhalobashi
Lyrics, composition : Rupam Islam
vocals: Rupam Islam

আমি তোমায় ভালোবাসি - Rupam Islam :

আমি তোমায় ভালোবাসি,
তোমায় ছোঁয়ার ইচ্ছে, ঘুম তাড়াচ্ছে
দীর্ঘ শ্বাস, এপাশ, ওপাশ, হতাশ, নড়াচড়ায়
আমি সাঁতরে উঠি চড়ায়,
আমি জানি না কে করায়।

মোটেই আমি না, কেউ আমায় দিয়ে,
তোমার আঙ্গুল ধরায় ...

আমার বুকে উথাল পাতাল,
আমি মদ না খেয়েও মাতাল
এখন কেটে যেতে পারেই এ তাল,
যেমন কাটছে সময়

আমি জানি না ঠিক কি হয়,
এটা দুঃসাহস নাকি ভয়
তোমার বাড়ির সামনে প্রলয়,
সেই প্রলয়ে বানভাসি আমি।

আমি তোমায় ভালোবাসি,
শুধু তোমায় ভালোবাসি (x2)
চলি তোমায়, থামি তোমায়,
আমি তোমায় ভালোবাসি ...

নতুন নিজস্বী আপলোডে,
কিম্বা ওয়ারিশবিহীন ট্যাগে
মান্ধাতার অধিকারবোধে,
মাতি ঠেস মারনোর ত্যাগে।

খুচরো প্রতিশোধের অনুরাগে,
ছুপিয়ে নেওয়া Rag-এ
ভুরু কুঁচকে গেলা রাগে,
X-Ray পেরনো হাত ব্যাগে।

যদি সাইলেন্সর থাকে,
তুমি পরিয়ে নিয়ো নলে
আমার একটা দুটো জীবন,
খুন হোক নীরব রোষানলে।

তুমি অপোজিশন হলেও,
আমি বিক্রি তোমার দলে
ছলে বলে ও কৌশলে,
তোমায় ভালোবাসবো বলেই এসব।

আমি তোমায় ভালোবাসি,
তোমার রাত পোষাকের সুতো
পাঁচিল বেয়ে গোপন চোখের,
ছন্দ ভাঙে দ্রুত।

পোষাকপটে স্বচ্ছ ফুলের,
আবেশী সব ছুতো
আমায় খুব গোপনে ছুঁতো,
শ্যাওলা উঠোন ধুতো ...

তখন ভালোবাসাই হতো,
প্রেম আবিল ও উদ্ধত
থতমত বলেই শ্লথ,
ঠোঁটে ঠোঁটে অশ্রু যতো।

মেশে আশ্লেষে তাই মিশি,
আমি আমার দিবানিশি
জুড়ে স্নান করেছি বিষে,
শুধু তোমায় ভালোবেসে।

আমি তোমায় ভালোবাসি,
তবু তোমায় ভালোবাসি (x2)
সস্তা তোমায়, দামি তোমায়,
আমি তোমায় ভালোবাসি।

~সমাপ্ত~

💥BENGALI LOVE LYRICS💥

Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society
Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) Arijit Singh | Kaushiki | Lorai
Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh
Keno Roder Moto Hasle Na Lyrics - কেন রোদের মতো হাসলে না - Mekhla Das Gupta
Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh


Aami Tomaay Bhalobashi Lyrics in English:

Aami Tomaay Valobashi
Tomay chowar icchey ghum taracche
Dirghoswash e-pash o-pash
hotash nora-choray

Ami santrey uthi choray
Ami jani na ke koray
Motei aami na keu amay diye
tomar aangul dhoray

Amar buke uthal-pathal
Ami mod na kheye-o matal
Ekhon kete jete parei e taal
Jemon kaatche somoy

Ami jani na thik ki hoy
Eta du-sahosh naki bhoy
Tomar barir samne proloy

Sei proloye baanbhashi ami
Ami Tomay Valobashi
Shudhu tomay bhalobashi




Post a Comment (0)
Previous Post Next Post