Ei Obelay - এই অবেলায় - Shironamhin

শিরোনামহিন ব্যান্ডের ই ওবেলে গানের কথা:
Ei Obelay গানটি শিরোনামহীন বাংলা ব্যান্ডের শেখ ইশতিয়াক গেয়েছেন। মিউজিক টিউন করেছেন কাজী আহমেদ শাফিন এবং এই ওবেলায় বাংলা গানের কথা লিখেছেন জিয়াউর রহমান।


Song : Ei Obelay
Band : Shironamhin
Singer : Sheikh Ishtiaque
Lyrics : Ziaur Rahman

এই অবেলায় লিরিক্স - শিরোনামহীন :

এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?

কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।

ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।

~সমাপ্ত~

Ei Obelay - এই অবেলায় - Shironamhin


Ei Obelay Song Lyrics In English :

Ei obelay tomari akashe
Nirob aposhe vese jaay
Sei vishon shitol veja chokh
Kokhono dekhaini tomay

Keu kothao bhalo nei jeno sei
Kotokal aar haate haat obelay
Koto kal aar bhul oboshonno bikele
Veja chokh dekhaini tomay

💥BENGALI LOVE LYRICS💥

Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society

Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) Arijit Singh | Kaushiki | Lorai

Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh

Keno Roder Moto Hasle Na Lyrics - কেন রোদের মতো হাসলে না - Mekhla Das Gupta

Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh

💥BENGALI LOVE LYRICS💥



Post a Comment (0)
Previous Post Next Post