SOS কলকাতা বাংলা সিনেমার থিক ভুল ভুলে আমি গানটি গেয়েছেন অন্বেষা দত্ত গুপ্তা এবং প্রতীক কুন্ডু। অভিনয়ে: যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী। সঙ্গীত আয়োজন করেছেন সায়ন্তন দত্ত এবং বাংলায় থিক ভুল ভুল আমি গানের কথা লিখেছেন প্রতীক কুন্ডু। গান মিশ্রিত এবং এরিক পিল্লাই দ্বারা আয়ত্ত।
Song : Thik Bhul Bhule AamiVocals : Anwesha Dutta Gupta & Pratik KunduMusic & Lyrics : Pratik KunduLabel : Jarek Entertainment
ঠিক ভুল ভুলে আমি লিরিক্স :
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।
তোর নামে তোলা থাকে খুনসুটি পাগলামো
তুই না থাকলে বল কাকে আর আগলাবো?
চুপ কেন সব বুঝে, অযথাই বোকা সেজে
কিভাবে বোঝাবো তোকে
হ্যাঁ আমি কতটা ভালোবাসি।
হ্যাঁ তুই বড্ড বাজে পারিস তো মাঝে মাঝে
যে কোনো বাহানা খুঁজে
আসতে আমার কাছাকাছি।
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
বায়নারা অবাদ্ধতা
ভুলে যায় তুই কাছে এলে,
মন খারাপ ভিড় করে
আজও তুই দূরে চলে গেলে,
তোর কাছেই শান্তি তাই
থাকছে না মন কোলাহলে,
থাকলে চুপ নিঃশুমে
চোখেরা কত যে কথা বলে।
আদরেই অভিমান ভুলিয়ে দিস
রেগে গেলে আজ আমায় মানিয়ে নিস,
চোখ যদি জলে ভাসে,
আজ আমার পাশে বসে
আলতো দু'হাতে চোখ মুছিয়ে দিস।
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।
~সমাপ্ত~
Thik Bhul Bhule Aami Song Lyrics In English:
Thik bhul bhule ami
Tor kache badha pore gechi
Bhire aajo eka hole
Tor kache chute chole ashi
Tui mon chuye gele
Ei thot mekhe fele haasi
Ochena shohore aajo
Hete choli tor pashapashi
Tor naame tola thake khunshuti paglamo
Tui na thakle bol kaake aar aaglabo
Chup keno sob bujhe ojothai boka seje
Kivabe bojhabo toke
E ami kotota valobashi
Ha tui boddo baaje paris toh majhe majhe
Je kono bahana khuje
Aste amar kachakachi
💥BENGALI LOVE LYRICS💥
Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Anupam Roy | Hemlock Society
Kichu Kichu Kotha Lyrics (কিছু কিছু কথা) Arijit Singh | Kaushiki | Lorai
Bojhena Se Bojhena Lyrics - বোঝেনা সে বোঝেনা - Arijit Singh
Keno Roder Moto Hasle Na Lyrics - কেন রোদের মতো হাসলে না - Mekhla Das Gupta
Mon Re Krisikaj Jano Na - মন রে কৃষিকাজ জানো না - Arijit Singh